নিজস্ব সংবাদদাতা,নয়াদিল্লি, ১২ অক্টোবর, ২০২০: এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ১ লক্ষ মানুষ তাঁদের নিজস্ব বাড়ির মালিকানাপত্র বা প্রপারটি কার্ড পেলেন, যাঁরা নিজেদের কার্ড ডাউনলোড করেছেন, তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেছেন, পুরুষানুক্রমে তোমাদের বংশধররা এই সম্পত্তির মালিক হবে। আমাদের পূর্বজদের দলিল ছিল না, দলিল পাওয়ায় আমাদের শক্তি বেড়ে গেল।এই অধিকার, এই দলিল আপনাদের বাড়ির মালিকানা নিশ্চিত করলো। এই বাড়ি এখন থেকে আপনারাই ব্যবহার করবেন, কিংবা আর কিছু যদি করতে চান, সেই সিদ্ধান্তও আপনারাই নেবেন। সরকার কোনও হস্তক্ষেপ করবে না এবং প্রতিবেশীরাও করতে পারবেন না। এই প্রকল্প আমাদের দেশের গ্রামে গ্রামে ঐতিহাসিক পরিবর্তন নিয়ে আসবে। আমরা সবাই আজ এই ঘটনার সাক্ষী।
আরও পড়ুন…অস্থায়ী শিক্ষক কর্মীদের স্থায়ী করার দাবিতে অনশন কর্মসূচি
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমার মন্ত্রিসভার সহকর্মী নরেন্দ্র সিং তোমরজী, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লালজী, উপ-মুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালাজী, উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতজী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানজী, বিভিন্ন রাজ্যের মন্ত্রীগণ।