নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১২ অক্টোবর, ২০২০ : মুর্শিদাবাদ দক্ষিণ বিজেপি জেলা সভাপতি গৌরীশংকরের গাড়ি লক্ষ্য করে গতকাল বোমা ছুঁড়েছেন দুষ্কৃতিরা।
অভিযোগের নিশানা, তৃণমূল কংগ্রেসের দিকে তুলেছেন মুর্শিদাবাদ দক্ষিণ বিজেপি জেলা সভাপতি গৌরীশংকর। তাঁর অভিযোগ, মুর্শিদাবাদ জেলা যে বারুদের স্তুপের উপর বসে আছে, যেখানে আলকায়দা কাণ্ডে মুর্শিদাবাদ থেকে জঙ্গি তুলে নিয়ে হয়েছে, সেখানেও তৃণমূল নেতা সিদ্দিকুল্লা চৌধুরী বলেছেন তাঁরা নিরপরাধ। বিজেপির ছক্রান্ত।গতকালের বিজেপির গাড়িতে বোমা ছোড়ার ঘটনায় গৌরীশংকর সিদ্দিকুল্লা চৌধুরীকে তোপ দেগে বলছেন, তাহলে এই ঘটনা কারা করেছে।
আরও পড়ুন…পাগড়ি কাণ্ডে পুলিশের সাসপেন্ডের দাবি দিলীপ ঘোষের
সঠিক তদন্তের দাবি জানিয়ে পুলিশের কাছে এফ আই আর করা হয়েছে বলে জানা গিয়েছে।