নিউজ ডেস্ক ১৩অক্টোবর ২০২০: করোনার প্রকোপে ব্যতিব্যস্ত মানুষের জনজীবন। এতদিন ধরে করোনা রাজত্ব করলেও এবার ধীরে ধীরে মানুষের ভয় কমছে ।

পাঞ্জাব এবং মিজোরাম সরকার আগামী ১৫ ও ১৬ ই অক্টোবর থেকে স্কুল,কোচিং পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।তবে প্রসঙ্গত ১০ ও ১২এর ক্লাসের জন্যই শুরু হচ্ছে ক্লাস। দিল্লির সমস্ত স্কুল ৩১শে অক্টোবর পর্যন্ত বন্ধ থাকছে। অন্যদিকে পশ্চিম বঙ্গে এই মুহূর্তে স্কুল খোলার নতুন করে কোনো ঘোষণা নেই। এ বিষয়ে যাবতীয় আলাপ আলোচনা হবে কালী পুজোর পর। তবে শিক্ষা মন্ত্রকের মতে বাড়ির অভিভাবকদের মতো স্কুল কর্তপক্ষ কেও সমান দায়িত্ব নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। স্যানিটাইজিং করতে হবে।পড়ুয়াদের স্বাস্থ্য ঠিক রাখতে।