নিউজ ডেস্ক, ১৩ অক্টোবর,২০২০:
সোমবার সকালে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও আবার সোমবার বিকেলের পর থেকে তা অবনতি হতে থাকে। জানা গিয়েছে, আবার জ্বর এসেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। একইসঙ্গে তিনি প্রচন্ডই অস্থিরতা প্রকাশ করছেন।এছাড়াও প্রস্টেটে ক্যান্সার আবার ছড়িয়ে পড়েছে।যা চিকিৎসকবিদের কথায়, ওই ক্যান্সার সৌমিত্র চট্টোপাধ্যায়ের ফুসফুস ও মস্তিষ্কে ছড়িয়ে পড়েছে। তাই
সোমবার রাতেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, করোনা সংক্রমণে আক্রমণ হওয়ার পর মঙ্গলবার সৌমিত্র চট্টোপাধ্যায়কে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বেলভিউ এর ১০ জন চিকিৎসক সহ আরো অন্যান্য সরকারি হাসপাতালের ৬জন চিকিৎসক মিলিয়ে মোট ১৬ জনের একটি বোর্ড গঠন করে তাঁর চিকিৎসা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
