বিধান নগর পৌর নিগমের ডেপুটি মেয়র, তাপস চ্যাটার্জিকে সম্বর্ধনা জ্ঞাপন সন্তু সিনহার

বিধান নগর পৌর নিগমের ডেপুটি মেয়র, তাপস চ্যাটার্জিকে সম্বর্ধনা জ্ঞাপন সন্তু সিনহার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, কলকাতা, ১৩ অক্টোবর, ২০২০: সর্বপ্রথম প্রথম সারিতে দাঁড়িয়ে সকলস্তরের মানুষের পাশে থাকার অসামান্য অবদানের জন্য (আশ্রয়’র) সম্পাদক এবং (সাইন টিভি ২৪*৭’র ) মুখ্য উপদেষ্টা সন্তু সিনহার পক্ষ থেকে বিধান নগর পৌর নিগমের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জিকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো।

করোনার এই মহামারী পরিস্থিতিতে এক সময় যখন সকলেই ভয় কাবু সেই সময় একদম প্রথম সারিতে দাঁড়িয়ে সকলস্তরের মানুষের পাশে থাকার অসামান্য অবদান এবং মানবতাবাদী কাজের জন্য বিধান নগর পৌর নিগমের ডেপুটি মেয়র, তাপস চ্যাটার্জিকে মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করলেন আশ্রয় সোশ্যাল অয়েলফেয়ার অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের সম্পাদক ও সাইন টিভি ২৪*৭’র মুখ্য উপদেষ্টা শ্রী সন্তু সিনহা। এই ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে তাপস চ্যাটার্জি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। পরে করোনাকে জয় করে আবারও মানুষের সেবায় নিজেকে নিযুক্ত করেছেন তিনি।

আরও পড়ুন…বেলেঘাটায় ভয়াবহ বিস্ফোরণ

 

এই বিষয় তাপস চ্যাটার্জি স্বামী বিবেকান্দদের প্রসঙ্গ তুলে বলেছেন, এক সময় প্লেগে আক্রান্ত হয়েছিলেন সকলে যেন তখন স্বামীজি সিসটার নিবেদিতাকে বলেছিলেন কাজ করতে, তাপস চ্যাটার্জিও সেই পথই অনুসরণ করেছেন। খুব ই খারাপ সময়ের মধ্যে দিয়ে মানুষ গিয়েছে, সেই সময় তাপস চ্যাটার্জি ও তাঁর সহযোগীরা মিলে এই কাজ করতে পেরে তাঁরা খুবই খুশী। পাশাপাশি, সাইন টিভির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন  বিধান নগর পৌর নিগমের ডেপুটি মেয়র, তাপস চ্যাটার্জি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top