নিজস্ব সংবাদদাতা পশ্চিম বর্ধমান,১৩অক্টোবর,২০২০:আসানসোলের একটি জলাশয় থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরির দেহ উদ্ধার হয়েছে। স্থানীয়রা দেহটি দেখতে পেলে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে। খুন না আত্মহত্যা টা খতিয়ে দেখছে পুলিশ।
আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত বিসি কলেজ লাগোয়া জলাশয়ে অজ্ঞাত পরিচয় এক কিশোরির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ মঙ্গলবার সকালে স্থানীয়রা ওই জলাশয়ে কালো জামা পরিহিতা কিশোরির দেহ জলে ভাসতে দেখে হীরাপুর থানায় খবর দিয়েছিল ৷
আরও পড়ুন…অর্জুন সিং ঘনিষ্ঠের বাড়িতে হঠাৎই পুলিশি হানা
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে ৷ পুলিশ সূত্রে খবর, ওই কিশোরির বাড়ি ধরমপুর পুর অঞ্চলে ৷