নিজস্ব সংবাদদাতা , কলকাতা,১৩ অক্টোবর ,২০২০: বেতন বৃদ্ধির দাবিতে আজ বিক্ষোভ দেখিয়েছেন ঠিকা কর্মীরা। প্রায় ৪০ মিনিটেরও বেশি ডায়মন্ড হারবার রোড অবরোধ করে এই বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। মুলত তাঁদের দাবি ৭২০০ হাজার টাকা বেতন থেকে ১৮০০০ হাজার টাকা নূন্যতম বেতন করতে হবে।
আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নিজেদের বেতন বাড়ানোর জন্য এবার রাস্তায় নেমেছে কলকাতা কর্পোরেশন এর ঠিকা কর্মীরা। প্রায় ১০০০ ঠিকা কর্মীরা আজ ঠাকুরপুকুর জোকা থেকে বেহালা কে এম সি অফিস পর্যন্ত মিছিল করেছিল।এরপর কে এম সি অফিস এর সামনে বিক্ষোভ দেখিয়েছে। ডায়মন্ড হারবার রোড এর এক সাইড অবরোধ করে ও বোরো ১৪ ও ১৩ তে ডেপুটেশন জমা দেয়। এই ঠিকা কর্মীরা বর্তমানে ৭২০০ টাকা বেতন পান। সেখানে তাঁদের বেতন নূন্যতম ১৮০০ টাকা করার দাবি করা হয়।
আরও পড়ুন…জলাশয় থেকে উদ্ধার নাবালিকার দেহ, পুলিশের অনুমান খুন
যদি তাঁদের এই দাবি না মানা হয় তাহলে এর পর এই ঠিকা কর্মীরা পরিবারের সদস্য দের নিয়ে বৃহৎ আন্দোলন এ নামবে। ডায়মন্ড হারবার রোডের এক সাইড ৪০ মিনিট অবরোধ থাকে। ফলে সেই সময় যন্ত্রণার স্বীকার হন সাধারণ মানুষ।