নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৩ অক্টোবর,২০২০ : দুর্গা পুজো উপলক্ষে কলকাতা শ্রী উদ্ধোধন করলেন কলকাতা পুরনির্গমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি তিনি জানিয়েছেন আট মাস ধরে কোভিডের সঙ্গে লড়াই করছে কলকাতা পৌরনিগম।
কোভিড পরিস্থিতি তে এই বছর পুজো মন্ডবে এক সঙ্গে ভীড় করা যাবে না। সামাজিক দূরত্ব মেনে পুজো দেখতে হবে। পাশাপাশি পুজো মন্ডব গুলি কে করোনা পরিস্থিতি মোকাবেলায় বিশেষ নজর দিতে বলা হয়েছে।
২০১১ সাল থেকে শুরু হয়েছে কলকাতা শ্রী প্রতিযোগিতা। (CESE) সি ই এস সি এর সহযোগিতা কলকাতা শ্রী অনুষ্ঠান করা হয়। সমাজ কল্যাণ বিষয় ,সাংঠনিক পূজো, দর্শকের চোখে সেরা পুজো ছাড়া ও বেশ কয়েকটি আইটেম রাখা হয়েছে। আজ অনলাইনে আবেদন করা যাবে। পাশাপাশি আজ ওয়েবসাইটও লঞ্চ করা হয়েছে।
আরও পড়ুন…প্রেমের প্রস্তাবে নিমরাজি, গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো যুবক
এই অনুষ্ঠান ওয়েব মিনারের মধ্যে করতে হচ্ছে।সেখানে উপস্থিত ছিলেন নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। এবং মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন মানুষের কল্যাণে রাজ্য সরকারের নির্দেশ মেনে পূজো করতে হবে।