নিজস্ব সংবাদদাতা, নিউটাউন:,১৪ অক্টোবর, ২০২০: ১৬ বছরের নাবালিকাকে মোটরবাইক চালানো শেখানোর নাম করে ও পরে ঘুরতে যাওয়ার নাম করে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই নাবালিকার দুই বন্ধুর বিরুদ্ধে।নিউটাউন রাম মন্দির এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ওই নাবালিকাকে।পরে ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের করলে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর ,গতকাল গভীর রাতে থানায় ফোন আসে একটি মেয়ে রাম মন্দিরের কাছে চিৎকার করছিল।সেই শুনে পুলিশ গিয়ে তরুণীকে উদ্ধার করে।এবং পুলিশকে জানায় তাকে তার পরিচিত দুই যুবক হোটেলে নিয়ে গিয়ে মাদক খাইয়ে ধর্ষণ করে।এর পর পুলিশ অভিযুক্ত দুই যুবক কে আটক করে।জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে প্রথমে তাকে বাইক চালানো শেখাবে বলে প্রথমে রাম মন্দির এলাকায় নিয়ে যাওয়া হয় ।সেখান থেকে তাকে ঘুরতে নিয়ে যাবে বলে একটা হোটেল এ নিয়ে যাওয়া হয়।সেখানে তাকে মাদক খাইয়ে ধর্ষণ করা হয়।এর পর তারা ওই তরুণীকে নিয়ে আবার রাম মন্দির এলাকায় এসে ছেড়ে দিয়ে চলে যায়।
আরও পড়ুন…তৃণমূল নেতা কে রাস্তায় ফেলে মার, অভিযোগের নিশানায় বিজেপি
পুলিশ তল্লাশি চালিয়ে অভিযুক্ত যুবকদের আটক করা হয়।রাতে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় রোহিত নামে দুই যুবককে।পুলিশ সূত্রে খবর এরা পূর্ব পরিচিত।এবং আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হয়েছে বলে জানা গিয়েছে।