নিউজ ডেস্ক ১৪ অক্টোবর ২০২০:বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজ্ঞান ছাড়া আমাদের গতি নেই।

ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত সব কিছুতেই বিজ্ঞানের ছোয়া লেগে থাকে কিন্তু ব্যতিক্রম দেগঙ্গার একটি পরিবারের ভরসা আজও ঝাড়ফুঁক এবং তুকতাক। তাদের বাড়ির মেয়ে স্নায়ুর রোগে ভোগায় তার বাবা তাকে গুনিনের কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করাতে থাকে।শরীর খারাপ ঠিক হওয়ার বদলে উল্টে খারাপ হতে থাকে। অবশেষে খবর পেয়ে ছুটে যায় বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চ্যের সদস্যরা। তারা তার চিকিৎসা ও ওষুধের ব্যাবস্থা করে। সূত্রের খবর অনুযায়ী গুনিনের কথা মতো মেয়েটির মাথা নেড়া করে জল ও ঢালা হয়। বিজ্ঞান মঞ্চের সদস্যরা মেয়েটির বাড়ি গেলে সুস্থ করে দেওয়ার পাশাপাশি পড়াশোনা করার আর্তি জানিয়েছে সে। বিজ্ঞান মঞ্চের সদস্যরা মেয়েটিকে সুস্থ এবং লোকজনের মধ্যে বিজ্ঞান মূলক সচেতনতা গড়ে তুলতে উদ্যত হয়েছেন।