পাগড়ি কাণ্ডে বলবিন্দরের স্ত্রী দেখা করলেন রাজ্যপালের সঙ্গে

পাগড়ি কাণ্ডে বলবিন্দরের স্ত্রী দেখা করলেন রাজ্যপালের সঙ্গে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৪ অক্টোবর, ২০২০: বলবিন্দর সিং কে গ্রেফতার করা তাঁর পাগড়ি খুলে পুলিশ যা করেছে তাঁর প্রতিবাদে  আজ কলকাতা এসেছেন বলবিন্দর সিং এর স্ত্রী। আগ্নেয়াস্ত্র ইস্যু নিয়েই রাজ্যপাল জগদীপ ধনখড়ের দ্বারস্থ হয়েছেন বলবিন্দরের স্ত্রী স্ত্রী করমজিৎ কৌর ও তাঁর পুত্র।

অব্যাহত রইল পাগড়ী বিতর্ক। গত সপ্তাহে বিজেপির যুব মোর্চার মিছিলে আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়েন প্রাক্তন সেনাকর্মী বলবিন্দর সিং। রাজ্য পুলিশের তরফ থেকে বলা হয়, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি বেআইনিভাবে নিজের কাছে রেখেছেন বলবিন্দর। ওই আগ্নেয়াস্ত্রটি শুধুমাত্র জম্মু-কাশ্মীরে ব্যবহার করা যাবে। কিন্তু আজ বুধবার ওই আগ্নেয়াস্ত্র ইস্যু নিয়েই রাজ্যপাল জগদীপ ধনখড়ের দ্বারস্থ হলেন বলবিন্দরের স্ত্রী ও পুত্র। বলবিন্দরের স্ত্রী করমজিৎ কৌর বলেন, “আমরা রাজ্যপালের কাছে ন্যায়বিচারের জন্য এসেছি। বলবিন্দরের সঙ্গে যা হয়েছে তা অন্যায়।”একই সাথে, দিল্লি শিখ গুরদ্বারা ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মনজিন্দর সিং বলেন, “রাজ্য পুলিশ বেআইনিভাবে বলবিন্দরকে গ্রেফতার করেছে। যে আগ্নেয়াস্ত্রটির কথা বলা হচ্ছে লাইসেন্স ছিল না, সেই আগ্নেয়াস্ত্রটি বলবিন্দর যখন পাঞ্জাব থেকে এ রাজ্যে নিয়ে আসে, তখন কলকাতা পুলিশই তার অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন…ভার্চুয়ালী পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বলবিন্দরের স্ত্রী করমজিৎ কৌর ও পুত্র হর্ষবীর সিংয়ের সঙ্গে এদিন প্রোটোকল ভেঙে রাজভবনের বাইরে দেখা করতে আসেন রাজ্যপাল। তিনি বলবিন্দরের পরিবারকে আশ্বস্ত করে বলেন, “এটা কোনও রাজনৈতিক বিষয় নয়। আমি সমস্ত ভিডিও দেখেছি। একজন সেনা কর্মীর উপর আতঙ্কবাদীদের মতো অত্যাচার করা হয়েছে। বলবিন্দর ন্যায়বিচার অবশ্যই পাবে।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top