নিউজ ডেস্ক, কলকাতা, ১৫ অক্টোবর, ২০২০: আজ ১৫ই অক্টোবর, মিসাইল ম্যান তথা ভারতের একাদশতম রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ৮৮তম জন্মদিন। দেশের একমাত্র বৈজ্ঞানিক যিনি ভারতের রাষ্ট্রপতি হিসাবে নিজের দায়িত্ব সামলেছিলেন। জন্মদিনে ফিরে ফিরে দেখা যাক স্মৃতির পাতা থেকে।
রামেশ্বরমের দরিদ্র্য পরিবারের জন্মগ্রহণ করেছিলেন মিসাইল ম্যান। পিতা মৎস্যজীবীর কাজ করতেন। অল্প বয়েস থেকেই স্বপ্ন ছিল ফাইটার পাইলট হওয়ার। মাদ্রাস ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে অ্যারোনেটিকাল ইঞ্জিনিয়রিং পাশ করে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এ যোগ দেন। এরপরেই যোগ দিয়েছিলেন ইসরোতে। ৪০ টি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট অর্জন করেন কালাম। পোখরানে ভারতের পরমাণু শক্তি পরীক্ষার ব্লু-প্রিন্ট তৈরির পরিকল্পনা তিনিই করেছিলেন। এরপরে ২০০২ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুল কালাম। নিজেকে জনতার রাষ্ট্রপতি বলতে ভালবাসতেন কালাম।
যেখানে একসময়ে খবরের কাগজ বিলি করেছেন রোজগারের তাগিদে সেখানে ভারতের রাষ্ট্রপতি। তবুও কখনও নিজেকে উচ্চা আকাঙ্ক্ষায় নিয়ে যান নি তিনি। বিজ্ঞানের পাশাপাশি প্রচুর বইও লিখেছেন তিনি। আজ দেশের একাদশতম রাষ্ট্রপতি আব্দুল কালামের জন্মদিন উপলক্ষে ডিআরডিও ভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত, আইএএফ প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া।
আরও পড়ুন…বাংলাকে করোনা মুক্ত করতে হলে বন্ধ করতে হবে দুর্গাপুজো!
“তোমার জন্য যে জায়গাটা ঠিক করা আছে, সেখানে পৌঁছনোর আগে পর্যন্ত লড়াই ছেড়ো না। জ্ঞান অর্জন করা থামিও না। পরিশ্রম করা থামিও না”। কালামের এই বাণী আজও দেশের প্রত্যেকটা মানুষকে এগিয়ে যেতে প্রেরণা।