নিউজ ডেস্ক, হায়দ্রাবাদ, ১৫ অক্টোবর, ২০২০: টানা চার দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। ভেঙ্গে পড়েছে একাধিক বাড়ি। ব্যহত হয়েছে যান চলাচল। এমনকি রেললাইনের পাথের উপর দিয়েও নদীর মতন জল বয়ে যাচ্ছে। টানা বৃষ্টিতে বন্যায় ভেসে গিয়েছে শহর। প্রাণ হারিয়েছেন এখনো পর্যন্ত কমপক্ষে ৩০ জন।
সুত্রের খবর, টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে একাধিক এলাকায়। ভেঙ্গে পড়েছে বাড়ি, দেওয়াল, দোকান। শুধুমাত্র হায়দ্রাবাদেই বৃষ্টির জেরে মারা গিয়েছেন ১৫ জন। উদ্ধারকারী দল জায়গায় জায়গায় মানুষকে উদ্ধার করার কাজ করছে। রেললাইনের পাতের উপর দিয়ে বন্যার মতন জল বয়ে যাচ্ছে। ডুবে গিয়েছে একাধিক গাড়ি। ক্ষয়ক্ষতির পরিমাপ বিশাল অঙ্কের। অন্ধ্রপ্রদেশের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর চন্দ্রশেখর রাও ও জগণমোহন রেড্ডি এর সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গভীর ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন…একাদশতম রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য
এই ঘূর্ণাবর্তের কারণে তেলেঙ্গানায় আগামী কয়েকদিন টানা বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে।