ধর্ম ভুলে দুর্গাপুজোয় নজির গড়েছে মেহেন্দীগ্রাম সার্বজনীন দুর্গোৎসব

ধর্ম ভুলে দুর্গাপুজোয় নজির গড়েছে মেহেন্দীগ্রাম সার্বজনীন দুর্গোৎসব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর, ১৫ অক্টোবর, ২০২০: যেখানে একদিনে এনআরসি, সিএএ নিয়ে হিন্দু মুসলমানদের তরজা অব্যাহত সেখানেই দূর্গাপুজোকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়ে চলেছে রায়গঞ্জের মেহেন্দীগ্রাম সার্বজনীন দুর্গোৎসব। এলাকার হিন্দু মুসলিম মানুষের সমন্বয়ে তিনশো বছর ধরে সম্প্রীতির দুর্গোৎসব করে আসছে।

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের মেহেন্দীগ্রাম সার্বজনীন দূর্গাপুজো।এই পূজোয় শুধু চাঁদা দেওয়াই নয়, রীতিমতো পূজো কমিটিতে থেকে চাঁদা তোলা সহ পুজার সমস্ত কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মেহেন্দিগ্রাম এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। রায়গঞ্জ ব্লকের মেহেন্দিগ্রাম সার্বজনীন দূর্গোৎসবের প্রচলন হয়েছিল আজ থেকে প্রায় তিনশ বছর আগে। কথিত আছে তৎকালীন বাংলাদেশের হরিপুরের জমিদার দুর্লভ রায়চৌধুরী এই পুজো শুরু করেছিলেন। দেশভাগ ও জমিদারি প্রথা লোপ পাওয়ার পর মেহেন্দিগ্রামের সর্ব ধর্ম সম্প্রদায়ের মানুষ চাঁদা তুলে দূর্গোৎসবের আয়োজন করে আসছে। আজ এই মেহেন্দিগ্রামের পুজো সম্প্রীতির পুজো বলে পরিগনিত হয়েছে। এলাকার হিন্দু মুসলিম বাসিন্দারা কাঁধে কাঁধ মিলিয়ে পুজো করছেন। পুজোর পাঁচটা দিন ষষ্টী থেকে দশমী এলাকার মুসলিম মানুষেরা মাছ মাংস বা আমিষ খাবার না খেয়ে পুজোর কাজে যুক্ত থাকেন।

আরও পড়ুন…মদ খাওয়ার প্রতিবাদে গৃহবধূর গায়ে আগুন ধরালো স্বামী

তারাও দেবী দূর্গার কাছে ভোগ প্রসাদ নিবেদন করেন। এরফলে মেহেন্দিগ্রামের দূর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন ঘটে এটা বলাই যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top