নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ১৫ অক্টোবর,২০২০: আজ শহরের বড় পুজোগুলির মণ্ডপ পরিদর্শনে গিয়েছেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। তাঁর সঙ্গে স্পেশাল কমিশনার জাভেদ শামিমও। করোনা মোকাবিলার সচেতনতা বজায় রেখে কিভাবে মণ্ডপ গুলি তৈরি করা হচ্ছে তা খতিয়ে দেখলেন অনুজ শর্মা।
প্রথমে দেশপ্রিয় পার্ক থেকে শুরু করেছেন সিপি-র মণ্ডপ পরিদর্শন। এরপর চেতলা অগ্রণী, সুরুচি সঙ্ঘ, নাকতলা উদয়ন সঙ্ঘ হয়ে কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপ পরিদর্শন করেছেন অনুজ শর্মা।মণ্ডপের ঢোকা-বেরনোর গেট, দর্শনার্থীদের দাঁড়ানোর কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা খতিয়ে দেখলেন পুলিশ কর্তারা। পাশাপাশি, নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিও খতিয়ে দেখা হয়।
আরও পড়ুন…রেলসেতুর উপর দিয়ে বয়ে চলেছে জল
করোনা আবহে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখে পুজো উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ দেন পুলিশ কমিশনার।