নিউজ ডেস্ক ১৫ অক্টোবর ২০২০:রীতিমত হইচই পড়ে গিয়েছে দুই ডাঃ আব্দুর রেজ্জাক মোল্লাকে নিয়ে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার অন্যতম সদস্য আব্দুর রেজ্জাক মোল্লার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রীতিমত হইচই বেঁধে যায়।

অবশেষে এসবের অবসান ঘটাতে নিজে একটি টুইট করে আব্দুল রেজ্জাক মোল্লা জানান,” তিনি ভালো আছেন এবং ৭৭ বছর বয়সে যেমন থাকা যায় তেমনই আছেন তার মৃত্যুর খবর নিয়ে তার কিছু বলার নেই”। ঘটনা সূত্রে দেখা যায় মারা গিয়েছে বাম রাজনীতির অন্যতম জনপ্রিয় নেতা তথা ভাঙ্গরের প্রাক্তন বিধায়ক। প্রসঙ্গত তার মৃত্যুর সাথেই ভুয়ো খবর ছড়িয়েছে মন্ত্রিসভার আব্দুর রেজ্জাক মোল্লার। সকাল থেকে ভাঙরের বিধায়কের শেষ কৃত্তে হাজির হন নানান নেতা নেত্রীরা। বার্ধক্য জনিত কারণে বহুদিন ধরেই শয্যাশায়ী থেকে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিধায়ক।