নিজস্ব সংবাদদাতা, নিউ জলপাইগুড়ি, ১৬ অক্টোবর, ২০২০:আসন্ন বিধানসভা নির্বাচন। নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপের পারদ ততই উর্ধমুখি। শিলিগুড়িতে এদিন রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম শিলিগুড়ির রাজনীতি।এবার শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি সংলগ্ন তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের চেষ্টার অভিযোগ উঠল। অভিযোগের তীর এলাকার বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।
একদিকে নিউ জলপাইগুড়ি স্টেশানে কর্মরত বিজেপি ঠীকা শ্রমিকদের ওপর তৃণমূলের দুষ্কৃতিদের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ ওঠে অন্যদিকে নিউজলপাইগুড়ির তৃণমূলের শ্রমিক সংগঠনের পার্টি অফিস ভঙচুরের চেষ্টারও অভিযোগ ওঠে। অভিযোগ এদিন আচমকাই একদল দুষ্কৃতি নিউ জলপাইগুড়ি এলাকার তৃণমূল শ্রমিক সংগঠনের পার্টি অফিস ভাঙচুরের চেস্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর দুষ্কৃতিরা পুলিশের ভয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে তৃণমূল নেতা অরূপ রতন ঘোষ অভিযোগ করে বলেন, এলাকার বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা শ্রমিক সংগঠনের পার্টি অফিস ভাঙচুর করে।
আরও পড়ুন…রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত নিউ জলপাইগুড়ি
অন্যদিকে নিউ জলপাইগুড়িতে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগের বিষয়ে তিনি বলেন, দলীয়ভাবে তদন্ত করা হবে। যদিও এই ধরনের ঘটনা তার দলের কর্মীরা ঘটায় নি বলে তিনি দাবী করেন। তৃণমূল মেরেছে তার কেনো প্রমাণ নেই।