নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৬ অক্টোবর, ২০২০: মালদায় এক ব্যক্তির থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ। জানা গিয়েছে পুলিশের দীর্ঘ তল্লাশি অভিযানের পর ওই ব্যক্তিকে গ্রেফতার করা করেছে।
গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। শুক্রবার ধৃত ব্যক্তিকে মালদা জেলা আদালতে পেশ করা হয়ছে।ধৃত ব্যক্তির নাম কাশিম শেখ । বাড়ি কালিয়াচকের সুজাপুর এলাকায়।
আরও পড়ুন…অটো-বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৪
উল্লেখ্য ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে সাদা পোশাকের পুলিশ রথবাড়ি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।