নিজস্ব সংবাদদাতা,বীরভূম, ১৬ অক্টোবর, ২০২০: বীরভূমের দুবরাজপুরের যাত্রা মাদ্রাসা প্রাঙ্গণে জমিয়তে উলামেয় হিন্দের জেলা অধিবেশনে যোগ দিয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী।সেখানেই তিনি বীরভূমের অনুব্রত মণ্ডলের নাম না নিয়েই তাঁকে তীব্র কটাক্ষ করেছেন।
জমিয়তে উলামেয় হিন্দের জেলা অধিবেশনে যোগ দিয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী। সেখানে বৃক্ষরোপণ করেছেন তিনি। পাশাপাশি মাস্ক সহ ৫০০ দরিদ্র মানুষকে বস্ত্র বিতরণ করেছেন তিনি। সেখানেই অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে বলেছেন, পঞ্চায়েত নির্বাচনের সময় আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলেছিলাম দল এত কাজ করেছে কাজ এবং উন্নয়নের নিরিখে ভোট হবে মানুষ এমনি ভোট দেবে। এখানে চরম চরম ঢাক বাজানো বা মশারী টাঙানোর কোন দরকার নেই। এখন আবার দেখছি তিনি প্রার্থী ঘোষণা করছেন, তার মানে উনি কি মুখ্যমন্ত্রীকে ছোট করতে চাইছেন।
আরও পড়ুন…মালদায় উদ্ধার আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ
প্রার্থী ঘোষণা করার উনিকে ? প্রার্থী ঘোষণা করবে দলনেত্রী। এই যে তার আস্ফালন এটা মারাত্মক, উনি কে প্রার্থী ঠিক করার। বর্ধমান জেলা মঙ্গলকোট, আউসগ্রাম, কেতুগ্রাম বীরভূমের সাথে যুক্ত আর এই সম্পর্কের কারণে ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। বীরভূম জেলার নেতারা সেখানকার পরিস্থিতিকে ক্যান্সারের মতো তৈরি করেছেন। ভালো আলুকে পচিয়ে দিয়েছে, এটার আমি পোস্ট করছি। সেখানকার পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বীরভূমের নেতৃত্ব।