নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর, ১৬ অক্টোবর, ২০২০: বিজেপি নেতা মণীশ শুক্না খুনের প্রতিবাদে ফের পথে নেমেছে বিজেপি। টিটাগড় থেকে ব্যারাকপুর চিড়িয়া মোড় পর্যন্ত মিছিল করছেন বিজেপি কর্মী ও সমর্থকরা।
মিছিলের নেতৃত্বে রয়েছেন দলের কেন্দ্রীয় নেতা মুকুল রায়। রয়েছেন সাংসদ অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক সব্যসাচী দত্ত।আবারও মিছিল থেকে মণীশ খুনে সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছে। প্রসঙ্গতঃ গত মঙ্গলবার মণীশ খুনে বিজেপির বিরুদ্ধেই অভিযোগ তুলে ফিরহাদ হাকিমের নেতৃত্বে শান্তিমিছিল করেছিল তৃণমূল। তারই পালটা হিসেবে এদিন হল্লাবোল মিছিল করছে বিজেপি।
আরও পড়ুন…অনুব্রত মণ্ডল কে তীব্র কটাক্ষ করলেন সিদ্দিকুল্লা চৌধুরী
বিজেপির দাবি তৃণমূলের দুষ্কৃতীরা যুক্ত রয়েছেন মণীশ শুক্না খুনের পিছনে।