নিউজ ডেস্ক ১৬অক্টোবর ২০২০:করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে বহুল অংশে। ভ্যাকসিন কবে আসছে এই নিয়ে মানুষ আজ ও অনিশ্চয়তায় ভুগছে।

তবে ভ্যাকসিনের বার্তা এখন যে কোন পর্যায়ে এসে পৌঁছবে তা নিয়ে বিরাট সংশয়ের মধ্যে দিন কাটাচ্ছে মানুষ। এইরকম পরিস্থিতিতে রীতিমত দুঃখের বার্তা দিল W H O। WHO এর মতে এখনও দুবছর অপেক্ষা করতে হবে ভ্যাকসিনের জন্য সাধারণ মানুষকে। তবে বাজারে ভ্যাকসিন এলেও মাস্ক খুলে আর ঘুরতে পারবেনা সাধারণ মানুষ।এছাড়াও তরুণদের ইমিউনিটি বাড়ানোর দিকে নজর দিতে পরামর্শ দিয়েছেন তারা। তবে ভ্যাকসিন বের হওয়ার পরেও একাধিক নির্দেশিকা জারি থাকবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।