নিউজডেস্ক, কলকাতা,১৬ অক্টোবর,২০২০: এবার করোনায় আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সল্টলেক আমরি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। জানা গিয়েছে, শরীরে রয়েছে ১০২ জ্বর। এইচডিইউ তে রাখা হয়েছে তাঁকে। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই দলীয় বিভিন্ন কর্মসভায় অংশগ্রহণ করছিলেন দিলীপ ঘোষ। সাধারণ মানুষ থেকে অনেক বিজেপি কর্মীর সংস্পর্শে এসেছেন বলেও জানা গিয়েছে। এরপরেই তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তিনি কোভিড টেস্ট করান, এবং আজ সেই রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানা গিয়েছে।
