নিউজ ডেস্ক ১৭ অক্টোবর ২০২০: দুর্গাপুজো আসলেই মানুষের মনে ভিড় করে নানান আশা আকাঙ্খা। কেউ ভাবে কবে শপিং করবো তো কেউ ভাবে কবে কাজ সেরে বাড়ি ফিরবো।

এবার করোনা পরিস্থিতিতে সব কিছুই কেমন অগোছালো হয়ে গেছে। তবে দুর্গাপুজোর আগেই খুশির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য প্রযুক্তি কর্মীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার একটি টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”এবার কোনো এজেন্সির মাধ্যমে নয় সরাসরি তথ্যপ্রযুক্তির কর্মীদের নিয়োগ করবে রাজ্য সরকার”।অতএব এবার থেকে আর Webel/ WTL এ বেসরকারি এজেন্সির মাধ্যমে নিয়োগ হবেনা।হবে সরাসরি সরকারি ভাবে। এছাড়াও অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রেও সরকারি নিয়মের মতো নানা ছুটি পাবেন।সব কর্মী ৬০বছর পর্যন্ত কাজ করার সুযোগ পাবেন।এছাড়াও কর্মীরা স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধাও পাবেন।