বলবিন্দর সিং এর মুক্তির দাবিতে গান্ধী মূর্তি পাদদেশে অবস্থান

বলবিন্দর সিং এর মুক্তির দাবিতে গান্ধী মূর্তি পাদদেশে অবস্থান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৭ অক্টোবর, ২০২০:পাগড়ি কাণ্ডে পথে নেমেছে এক্স সার্ভিস ম্যান বেঙ্গল ফোরাম। আজ ধর্মতলা গান্ধী মূর্তি পাদদেশে শান্তিপূর্ণ অবস্থান করলেন এক্স সার্ভিস ম্যান বেঙ্গল ফোরাম। মুলত বলবিন্দর সিং এর মুক্তির দাবিতে তাঁরা এই অবস্থান করেছেন আজকে।  

বিজেপি নবান্ন অভিযানে ধৃত বলবিন্দর সিংয়ের পাগড়ি খোলা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শনিবার বলবিন্দর সিংয়ের মুক্তির দাবিতে ধর্মতলা গান্ধী মূর্তি পাদদেশে শান্তিপূর্ণ অবস্থান করলেন এক্স সার্ভিস ম্যান বেঙ্গল ফোরাম। এসংগঠনের এক কর্মকর্তা জানিয়েছেন বিনা দোষে বলবিন্দর সিং কে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি একজন এক্স আর্মি কে রাজ্যের পুলিশ যে ভাবে অসম্মান করেছে আমরা কখনো তা মেনে নেব না।

আরও পড়ুন…চোর সন্দেহে ভাঙড়ে পিটিয়ে খুন

অবিলম্বে বলবিন্দর সিং কে মুক্তি দিতে হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top