নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর, ১৭ অক্টোবর, ২০২০ : টিফিনের পয়সা বাঁচিয়ে তৈরি করেছে দুফুটের মৃন্ময়ীর মূর্তি। রায়গঞ্জ শহরের পশ্চিম বীরনগরের ছোট্ট অভ্রদীপ নিজে হাতে ছোট্ট দূর্গা প্রতিমা তৈরি করে দূর্গোৎসবে মেতে উঠছে। রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্র অভ্রনীল সাহা। ছেলের এই প্রতিভা ও উৎসাহকে সহযোগিতা করে চলেছেন অভ্রনীলের পরিবার।
করোনার কারনে এবার রায়গঞ্জ শহরে পুজো সেভাবে হচ্ছেনা। কয়েকটি পূজো হলেও পুজো মন্ডপে ভীড় জমিয়ে ঠাকুর দেখা ও আনন্দ উৎসবে মেতে ওঠা বাদ সেধেছে করোনা। তাই এবছর পুজোর আনন্দ উপভোগ করতে নিজের বাড়িতেই দূর্গা প্রতিমা তৈরি করে দূর্গোৎসবে মেতে উঠতে উদ্যোগী হয়েছে রায়গঞ্জ শহরের পশ্চিম বীরনগরের বাসিন্দা রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্র অভ্রনীল সাহা। করোনা আবহে বাড়িতেই দূর্গাপূজোর মহল তৈরি করতে নিজে হাতেই তৈরি করেছে দুই ফুটের মৃন্ময়ীর মূর্তি। বাড়ির বাইরে গিয়ে দূর্গাপুজার আনন্দ উপভোগ করতে নয় নিজের বাড়িতেই পুজোর আবহ তৈরি করে দূর্গোৎসবে মেতে উঠতে চাইছে অভ্র। বাবা মা আত্মীয়স্বজন যে যখন যা টাকা পয়সা তাকে দিয়েছে সেটা জমিয়েই বাড়িতেই দূর্গোৎসবের আয়োজন করছে সে।
আরও পড়ুন…বলবিন্দর সিং এর মুক্তির দাবিতে গান্ধী মূর্তি পাদদেশে অবস্থান
প্রায় এক মাস সময় ধরে মাটি কাদা রঙ তুলি দিয়ে সে তৈরি করেছে দুফুটের দূর্গা প্রতিমা। আর তা দিয়েই পূজো হবে অভ্রনীলের বাড়িতে।