নিজস্ব সংবাদদাতা ১৮অক্টোবর ২০২০: সল্টলেক পুজোর মধ্যে কলকাতার বিভিন্ন প্রান্তে গাঁজা পাচারের আগে বাজেয়াপ্ত প্রায় ৪৮ কেজি গাঁজা,১ লাখ ৬ হাজার টাকা ও একটি বাইক।
গ্রেফতার ঝন্টু দাস ও মিলন মন্ডল নামে দুই দুষ্কৃতী।গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ।আজ তাদের বারাসাত কোর্টে তোলা হবে। পুলিশ সূত্রে খবর,গত কাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজারহাটের হারোয়া খাল এলাকায় হানা দিয়ে একটি বাইককে আটক করে।সেই বাইকে দুজন ছিল তাদের কাছে দুটো বস্তায় গাঁজা নিয়ে আসছিল।তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ওড়িশা থেকে এদের কাছে এই গাঁজা দিয়ে যাওয়া হয়।সেই গাঁজা কলকাতায় বিভিন্ন প্রান্তে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।এরা আসার সময় আরো কয়েকটি জায়গায় গাঁজা বিক্রি করে আসছিল।সেই বিক্রির টাকা উদ্ধার হয় তাদের কাছ থেকে।এর আগে ও গাঁজা উদ্ধারের ঘটনায় ঝন্টু দাস গ্রেফতার হয়।আজ ধৃতদের বারাসাত কোর্টে তুলে নিজেদের হেফাজতে নিয়ে কোথায় কোথায় দেওয়ার কথা ছিল ও এর সাথে আর কে জড়িত আছে সেই বিষয়ে খতিয়ে দেখা হবে।