নিজস্ব সংবাদদাতা ১৮অক্টোবর ২০২০ বাগুইহাটি:দুটি হাতির দাঁত সহ আটক সাত আটক করলো বাগুইআটি থানার পুলিশ। জ্যাংড়া এলাকা থেকে আটক করা হয়।হাতির দাঁত দুটি আসল না নকল খতিয়ে দেখা হচ্ছে।
ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল ও বাগুইআটি থানার পুলিশ যৌথ ভাবে জ্যাংড়া এলাকার একটি বাড়িতে হানা দেয়।সূত্র মারফত খবর পায় যে ওখানে দুটি হাতির দাঁত রয়েছে যেগুলো বিক্রি করার জন্য ক্রেতা খুঁজছে।সেই মত ক্রেতা সেজে অফিসাররা যোগাযোগ করে।৩০ লক্ষ টাকায় ওই দাঁত দুটির ডিল হয়।আজ ওই বাড়িতে ক্রেতা সেজে গিয়ে ওই দাঁত দুটি উদ্ধার হয় এবং ওই বাড়ি থেকে সাত জনকে আটক করা হয়।তাদের জিজ্ঞাসাবাদ চলছে।এই সাত জনের মধ্যে দুজন নদীয়া, একজন কলকাতা ,দুজন বাগুইআটি ও দুজন অশোকনগর এলাকার বাসিন্দা।আধিকারিকদের অনুমান এই দাঁত দুটি অরিজিনাল কিনা খতিয়ে দেখা হচ্ছে।