নিজস্ব সংবাদদাতা ১৯অক্টোবর ২০২০ : বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির সাংগঠনিক শক্তির মজবুত করতে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এদিন শিলিগুড়িতে এসে পৌঁছান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
বাগডোগরা এয়ারপোর্ট থেকে তিনি সোজা চলে আসেন শিলিগুড়ির নৌকা ঘাট মোড়ে। এখানে এসে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন। এদিন তার সাথে উপস্থিত ছিলেন প্রচুর বিজেপি নেতা কর্মীরা। সেখান থেকে শিলিগুড়ির একটি কালী মন্দিরে চলে যান। এরপর সেখান থেকে তিনি সোজা চলে যাবেন সেবক রোডের হোটেলে।
আরও পড়ুন… ১০০দিনের প্রকল্পে জুটলনা কাজ
সেখানে দলীয় কর্মসূচি রয়েছে তাঁর। তাঁর এই দলীয় কর্মসূচির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন বিজেপির অন্যান্য সমস্ত কার্য কর্তারা।