নিউজ ডেস্ক, কলকাতা, ১৯ অক্টোবর, ২০২০: বাংলাদেশে রায় দেওয়া হয়েছে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড।
আর এরপরেই এই রায়ের সমালোচনা করেছে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। রাষ্ট্রসংঘের এক বিবৃতিতে তিনি বলেছেন, ধর্ষণ সবথেকে ঘৃণ্য অপরাধ হলেও শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া ঠিক নয়। তাঁর মতে , যারা এই ধরনের ঘৃণ্য কাজ করে তাদেরকে এই কঠোর শাস্তি দেওয়া সন্তোষজন হলেও নিজেদের অবশ্যই আরও লঙ্ঘন করা উচিত নয়। আলজেরিয়া, মরক্কো, বাংলাদেশ, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, তিউনেশিয়াসহ পৃথিবীর বেশ কয়েকটি দেশ ধর্ষণ রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তাও ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড দেওয়া উচিত নয় বলেই তিনি মনে করেছেন।
