নিউজ ডেস্ক, ২০ অক্টোবর, ২০২০: কিং কোভের আলাস্কা উপদ্বীপের কাছে ভূমিকম্প অনুভূত হয় । সোমবার রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৫। ৪০ কিমি গভীরে ছিল মূল কেন্দ্র। এবং এই ভূমিকম্পের জেরে ১০০ কিমি দূরে অবস্থিত স্যান্ড পয়েন্টের কাছাকাছি শহরে দু ফুটের সুনামির ঢেউ দেখা গিয়েছিল।জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন জানিয়েছে , কম জনবহুল আলাস্কা উপদ্বীপ-সহ অ্যামেরিকার দক্ষিণ উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে । উল্লেখ্য,তিনমাস আগেই আলাস্কায় কাছাকাছি ভূমিকম্প হয়েছিল। যার মাত্রা ছিল ৭.৮। ফের একবার এই কম্পন অনুভূত হওয়ায় আতঙ্গে রয়েছেন সেখানকার বাসিন্দারা। যদিও এই বারের ভূমিকম্পে কেউ মারা যায়নি বলেই জানা গিয়েছে।
