নিজস্ব সংবাদদাতা ২০ অক্টোবর ২০২০ পশ্চিম বর্ধমান: দুর্গাপূজায় পদ্মের চাহিদা থাকে ব্যাপক মাত্রায়। গ্রাম থেকে শহরের পূজা মণ্ডপে পৌঁছে যায় পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার রক্ষিতপুরের বাগদিপাড়ার পদ্ম। এবছর ফলন কম হওয়ায় দুশ্চিন্তায় রক্ষিতপুর বাগদিপাড়ার বেশ কয়েকটি পরিবার।
তিনটি পুকুরে পদ্ম চাষ করেন দুর্গা বাগদি,সন্তোষ বাগদি সহ আরো বেশ কয়েকজন। তার মধ্যে বিশালআকার একটি পঞ্চায়েতের পুকুরও রয়েছে। ভর্তি আবর্জনা সাফাই হয়নি তাই ফোটেনি পদ্ম পাশাপাশি প্রচন্ড বৃষ্টির কারণে পদ্মের ফলন কম হয়েছে ঘরোয়া পুকুরে। দুর্গা বাগদি জানান এই পদ্মফুল দুর্গাপুর শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়,এবছর একদিকে করোনা আবহ অপরদিকে পদ্মের ফলন কম পূজাও কমে গেছে তাই মাথায় হাত পড়েছে তাদের।
আরও পড়ুন…এবছর ডাক এলোনা ঢাক বাজানোর
পঞ্চায়েতের পুকুর সাফায়ের জন্য জানানো হলেও হয়নি সাফাই বলে জানান তিনি। মলানদীঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযুষ মুখার্জী জানান করোনা পরিস্থিতির জন্য সাফাই করা সম্ভব হয়নি বলে জানান। দুর্গাপূজার পরেই সাফাই কাজে নামানো হবে।