নিউজ ডেস্ক ২০ অক্টোবর ২০২০:প্লে অফের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেলেও বাকি ম্যাচে দলকে জেতানোর জন্যই মাঠে নামবে চেন্নাই সুপার কিংস।

সমর্থকদের আশা একপ্রকার আশাহত হয়ে পরেছেন। ২০১০ সালের এই রকম অবস্থা থেকে ঘুরে দাঁড়ালেও এবার আইপিএলে সম্ভবত টা আর হবেনা। তবে ম্যাচ শেষে অধিনায়ক ধোনি এপ্রসঙ্গে বলেন, “ক্রিকেটে সব কিছু পরিকল্পনামাফিক হয় না”। এর পাশাপাশি তিনি বলেন, তরুণদের খেলার সুযোগ দিলে তারা অনেকটাই চাপ মুক্ত হয়ে খেলতে পারত। আবুধাবিতে রাজস্থানের বিরুদ্ধে সব ক্ষেত্রে হেরে মাথা নিচু করে মাঠ ছাড়তে হল ধোনিকে।