নিজস্ব সংবাদদাতা ২৩ অক্টোবর ২০২০ পূর্ব মেদিনীপুর:শুক্রবার মহাসপ্তমী, এই দিন সকাল সকাল বাঙালি রীতি অনুযায়ী ঘটা করে কলাবউ স্নান করানো হয় নদীর ঘাটে, জানা গিয়েছে ঘটা করে কলা বউ কে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করে মণ্ডপে তোলা হবে।
তেমনি ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রূপনারায়ন নদীর ঘাটে, যেখানে এলাকার বিভিন্ন পুজো কমিটি তরফ থেকে ঘটা করে কলাবউ স্নান করানা রীতি চলছে, ঢাক এবং শঙ্খের আওয়াজের সঙ্গে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে নদীর ঘাটে এসে কলা বউকে স্নান করানোর প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন…নবপত্রিকার পূজার মাধ্যমে শারদীয়া দুর্গোৎসবের সূচনা হলো