নিজস্ব সংবাদদাতা ২৫ অক্টোবর ২০২০ উত্তর ২৪পরগণা: বারাসাতে ঠাকুর দেখতে বেড়িয়ে ১২ নম্বর রেল গেটে কিছু মদ্যপ যুবকদের খপ্পরে ৭জন তরুন তরুনী। দুপক্ষের মধ্যে চলে হাতাহাতি, অবশেষে বারাসাত থানার পুলিশ গিয়ে ৩জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগ ৪জন তরুন ও ৩জন তরুনী ঠাকুর দেখে রেস্টুরেন্টে খাবে বলে কলোনি মোর থেকে বারাসত ১২ নম্বর রেল গেটের দিকে আসছিল,সেই সময় ১২নম্বর রেল গেটে সংলগ্ন একটি গলির মধ্যে কিছু যুবক মদ্যপ অবস্থায় অশ্রাব্য ভাষায় টোন টিটকারি কাটতে থাকে ওই তরুন তরুণী দের,তারপর প্রতিবাদ করলেই তেড়ে আসে মদ্যপ যুবকরা।তরুন তরুনীদের মারধর করে বলে অভিযোগ। অবশেষে বারাসাত থানার পুলিশের শরণাপন্ন। পুলিশ তিন যুবক কে আটক করে বারাসাত থানায় নিয়ে আসে।তরুণ তরুণীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।