নিজস্ব সংবাদদাতা ২৬ অক্টোবর ২০২০ পশ্চিম মেদিনীপুর: ঝাড়গ্রাম এর পুজো কমিটি গুলি এবং তাদের পরিবারের সদস্যদের দেখভালের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করলেন জঙ্গলমহলের ডাক্তাররা। ক্লাবের সদস্যদের সচেতনতা র পাঠ সহ প্রত্যেক ক্লাব সদস্যদের হাতে তুলে দিলেন একটি করে অক্সিমিটার এবং প্রেসার মাপার ডিজিটাল মিটার।
24 ঘন্টা পরিষেবা জন্য ডাক্তারদের ফোন নাম্বার। মহিলা সদস্যদের জন্য মহিলা ডাক্তার এবং পুরুষ সদস্যদের জন্য পুরুষ ডাক্তার। হাইকোর্টের নির্দেশ মত সুরক্ষা ও সচেতনতা কে প্রাধান্য দিয়ে মহাপূজায় পরিণত করার সমস্ত দায়ভার কাঁধে তুলে নিয়েছেন বিভিন্ন পুজো কমিটির সদস্যরা। আর সেই সমস্ত পুজো কমিটি ও তাদের পরিবারের সদস্যদের দেখভালের দায়িত্ব তুলে নিলেন ঝাড়গ্রাম এর প্রাক্তন সাংসদ ডাক্তার উমা সরেন এবং তার ডাক্তার সহকর্মীরা। ঝাড়গ্রামে 18 টি ওয়ার্ডে এ ত্রিশটি দুর্গাপূজা হয়। প্রত্যেকটি পুজো কমিটির সদস্য এবং তাদের পরিবারের লোকদের জন্য এক বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ডাক্তারদের তরফ থেকে। ডাক্তার রা পুজো কমিটি গুলির মেম্বার এবং তাদের পরিবারের সদস্যদের দেখভালের দায়িত্ব নিয়েছেন। প্রতিটা ক্লাব সদস্যদের হাতে একটি করে অক্সিমিটার এবং প্রেসার মাপার ডিজিটাল যন্ত্র তুলে দেওয়া হয়েছে। তাদেরকে দেওয়া হয়েছে ডাক্তারদের নিজস্ব নাম্বার। এই পরিষেবা পুজোর পরও কনটিনিউ হবে বলে জানান।
আরও পড়ুন…কমলো করোনা সংক্রমিতের সংখ্যা
কোনো রকম কোনো অসুস্থবোধ করলেই এই সমস্ত ডাক্তারদের সঙ্গে তারা ফোনে যোগাযোগ করতে পারবেন। অক্সিমিটার এবং প্রেসার মিটার দিয়ে পরীক্ষা করে ডাক্তার রা হোয়াটসঅ্যাপ ভিডিও কলেই চিকিৎসা করতে পারবেন।।