নিজস্ব সংবাদদাতা,আসানসোল, ২৮ অক্টোবর,২০২০: বিজেপি নেতার খাটাল ভাঙল রেল প্রশাসন। ওই খাটাল অবৈধভাবে তৈরি করা হয়েছে বলেই অভিযোগ। রেল চত্বরে লোকো ট্যাংকে মাছ চাষের জন্য লিজ নিয়েছিল বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক শিব প্রসাদ বর্মন। সেই মাছের চাষের আড়ালেই চলছিল অবৈধভাবে খাটালের ব্যবসা। যা আজ প্রশাশনের তরফ থেকে ভেঙ্গে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, মাছ চাষের আড়ালে তিনি লোকো ট্যাংক এলাকায় পাকাপোক্ত ভাবে খাটাল তৈরি করে দুধের ব্যাবসা শুরু করেন। রেল প্রশাসনের নজরে আসার পর খাটাল ভেঙ্গে ফেলার জন্য অনেকবার নোটিশ পাঠানো হয় শিবপ্রসাদ বর্মনের স্ত্রী সুদেষ্ঞা বর্মনের কাছে কিন্তু বর্মন পরিবারের পক্ষ থেকে কোনরকম জবাব না পাবার কারণে সকালে রেল প্রশাসন আর পি এফ কে নিয়ে অবৈধভাবে তৈরি করা খাটাল ভেঙ্গে দেয়। সুদেষ্ঞা বর্মন জানান রেল এলাকায় দুটো পুকুরে মাছ চাষ করার জন্য তার নামে লিজ নেওয়া আছে এবং প্রত্যেক বছর লিজের টাকা সময়মতো জমা দেওয়া হয়।
আরও পড়ুন…লক্ষ্মী পুজোর আগে অগ্নিমূল্য সবজির বাজার
মাছের খাবারের জন্য গোবর কিনতে হয় তাই তারা পুকুর সংলগ্ন এলাকায় খাটাল বানিয়েছিলেন আজ সকালে হঠাৎ রেল প্রশাসন খাটাল ভেঙ্গে দেয়। অভিযোগ রেল এলাকায় বিভিন্ন জায়গায় অবৈধ খাটাল রয়েছে রেল তাদের না উঠিয়ে তার খাটাল ভাঙ্গার পেছনে রাজনৈতিক চাল থাকার সম্বাভনা রেয়েছে বলে মনে করছেন।