ইটের কারখানার ভিতর থেকে উদ্ধার হল ১১ফুটের অজগর সাপ

ইটের কারখানার ভিতর থেকে উদ্ধার হল ১১ফুটের অজগর সাপ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৯ অক্টোবর ২০২০ পশ্চিম বর্ধমান:আসানসোলের কুলটিথানার চৌরাঙ্গীফাড়ীর অন্তর্গত লছমনপুর গ্রামের একটি ফায়ারবক্সের ইটের কারখানার ভেতর থেকে প্রায় ১১ফুট লম্বা অজগর সাপ দেখতে পায় কারখানা কর্তৃপক্ষ!

এরপর খবর পেয়ে এলাকার যুব তৃণমূলের নেতা তথা রাজ্য যুব তৃণমূলের সাধারন সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জী চৌরাঙ্গীফাড়ীর পুলিশ কে খবর দেন !

আরও পড়ুন…শ্রমিক বিরোধী আইনের বিরুদ্ধে ভারতীয় মজদুর সংঘের প্রতিবাদ দিবস পালন

এর পর ঘটনাস্থলে আসেন কুলটীথানার চৌরাঙ্গীফাড়ীর বড়বাবু অনন্তরায় !এরপর স্থানীয়দের সহযোগিতাতে অজগর সাপটিকে উদ্বার করে চৌরাঙ্গিফাড়ির পুলিশ সালানপুর বনদপ্তরের হাতে তুলে দেন বলে পুলিশ সুত্রেখবর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top