নিজস্ব সংবাদদাতা ২৮ অক্টোবর ২০২০: বৃহস্পতিবার সকালে রঘুনাথগঞ্জের কানুপুরের এক ক্যানেল থেকে, এক প্রৌঢ়ার দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে মৃত ওই পৌঢ়ার নাম সুধন মণ্ডল।
তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার মিয়াপুরের খুড়িপাড়ায়। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল মর্গে পাঠায়। জানা গিয়েছে,ওই ভদ্রলোক গত ২৭ তারিখ থেকে নিখোঁজ ছিল। আজ সকালে তার দেহ উদ্ধার হয় কানুপুর ক্যানেল থেকে।
আরও পড়ুন…পঞ্চদশ অর্থ কমিশন ও পূবর্বর্তী অর্থ চেয়ারম্যানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক।
তাঁর ছেলে, পিন্টু মন্ডল বলেন,বাবা মৃগি রোগের ভুগছিলেন । সম্ভবত কোনোভাবে পুকুরে পড়ে গিয়ে তিনি আর উঠতে পারেনি। তবে কিভাবে মৃত্যু হলো পুরো ঘটনার তদন্ত করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।