নিউজ ডেস্ক ২৯ অক্টোবর ২০২০: দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। ভাইরাসের সংক্রমণ এখনও পর্যন্ত কমার কোন লক্ষনই নেই। এদিকে করোনার সমীক্ষায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
সমীক্ষা বলছে করোনা সংক্রমণ হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও কমছেনা ঝুঁকি। বাড়ছে বিপদ। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মানব দেহের স্নায়ুর উপরে এক ক্ষতিকর প্রভাব বিস্তার করছে এই ভাইরাস। যার ফলে মানুষের চিন্তা করার ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। গবেষকের দাবি করোনা ভাইরাস নাক দিয়ে ঢুকে সরাসরি আঘাত হানছে মস্তিষ্কে।
আরও পড়ুন…বায়ুদূষণ এ বেড়ে যাচ্ছে করোনা
মস্তিস্ক ক্ষতিগ্রস্থ হলে কোন কিছু বুঝতে অনেক সময় লেগে যাচ্ছে মানুষের। অতএব শুধু ফুসফুস নয়, শ্বাসযন্ত্রের পাশাপাশি ক্ষতি হয়ে যেতে পারে মস্তিস্কের ও। এই সমস্যা নারী এবং পুরুষ উভয় ক্ষেত্রেই সমান ভাবে প্রযোজ্য।