নিউজ ডেস্ক, কলকাতা, ২৯ অক্টোবর,২০২০: দীর্ঘ চিকিৎসার পর প্রয়াত হয়েছেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা। বৃহস্পতিবার সকালে মারা গিয়েছেন তিনি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৬৭ বছর বয়সে।
গত বেশ কিছুদিন ধরেই প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সুকুমার হাঁসদা। তবে,অক্টোবরের শুরুতে শারীরিক সমস্যা বৃদ্ধি পাওয়ায় ১০ অক্টোবর তাঁকে ইএম বাইপাসের পাশে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়ছিল। ভর্তির পর তাঁর করোনা পরীক্ষা করা করলে সেই রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু তাঁর ও শারীরিক অবস্থা আরো আশঙ্কাজনক হয়। তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। এরপরেই আজ সকালে প্রয়াত হয়েছেন তিনি। উল্লেখ্য, ২০১১ সালে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হয়েছিলেন তিনি। এবং পরে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রীও হয়েছিলেন তিনি।
