নিউজ ডেস্ক ৩০অক্টোবর ২০২০: পদ্মাবত ছবির মত লক্ষ্মী বম্ব সিনেমার ট্রেলার ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এর আগেও কর্ণী সেনার দাপটে পদ্মাবত ছবির নাম পাল্টাতে বাধ্য হয়েছিলেন পরিচালক সঞ্জয়লীলা ভন্সালী।

একই ভাবে “লক্ষ্মী বম্ব” সিনেমার দ্বারা হিন্দু দেবী “লক্ষ্মীর” অপমান করা হচ্ছে এমনই অভিযোগ তুলে আইনি নোটিস পাঠানো হয়েছিল ছবির টিমকে। প্রসঙ্গত এই নিয়ে ঝুঁকি নিতে চাননা পরিচালক। তাই দর্শকদের লক্ষ্মী দেবীর প্রতি আবেগের মর্যাদা দিয়ে রিলিজের আগেই ছবির নাম বদলে রাখা হলো “লক্ষ্মী”। ছবির নাম বদলের পর প্রদর্শনের পর সেন্সবোর্ডের সদস্যদের সঙ্গে ও কথা হয় “লক্ষ্মী বম্ব” টিমের অক্ষয় কুমার, তুষার কাপুর, এবং সাবিনা খানের। অন্য দিকে মির্জাপুর ২ এর একটি দৃশ্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে