আজ তারা মায়ের আবির্ভাব দিবস, রইলো পৌরাণিক কাহিনী

আজ তারা মায়ের আবির্ভাব দিবস, রইলো পৌরাণিক কাহিনী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৩০ অক্টোবর, ২০২০:  আজ শুক্লা চতুর্দশী তারা মায়ের আবির্ভাব দিবস। আর এই দিনটিকে কেন্দ্র করে আগের দিন থেকেই প্রতিবছর ভক্তরা ভিড় জমান তারাপীঠে। তবে চলতি বছর করোনা প্রকোপের কারণে স্বাস্থ্যবিধি মেনে তারা মায়ের আবির্ভাব দিবস পালন করা হচ্ছে। 

তারা মায়ের আবির্ভাব দিবস উপলক্ষে শুক্রবার ভোর তিনটের সময় মূল মন্দির থেকে তারা মা-কে বের করে আনা হয় বিরাম মন্দিরে। এখানেই সারাদিন বিরাজ করবেন সে।  সন্ধ্যার সময় মায়ের অন্ন ভোগের আয়োজন করা হয়।তবে, এই দিনটিতে মায়ের মধ্যাহ্ন ভোগের আয়োজন থাকে না।তারা মায়ের আবির্ভাব দিবসে সাথে জড়িয়ে থাকা পৌরাণিক কাহিনী। পাল রাজত্বের সময় জয়দত্ত সওদাগর স্বপ্নাদেশ পেয়েছিলেন। সেই স্বপ্নাদেশে তাকে বলা হয়েছিল শ্বেত শিমুল বৃক্ষের তলায় পঞ্চমুন্ডি আসনের নিচে মায়ের শিলা মুর্তি রয়েছে। এই স্বপ্নাদেশ পেয়ে তিনি শুক্লা চতুর্দশীর দিন সেই স্থান থেকে মায়ের শিলা মুর্তি উদ্ধার করে এনে মন্দিরে প্রতিষ্ঠা করেন। যে কারণে এই দিনটিকেই মায়ের আবির্ভাব দিবস হিসাবে পালন করা হয়ে থাকে।তারা মা সারাবছর উত্তরমুখী হলেও এইদিন তারা মাকে পশ্চিম মুখে বসিয়ে রাখা হয়। এর মুলেও রয়েছে আরও এক কাহিনী। কথিত আছে বাংলা ১১০৮ অর্থাৎ ইংরেজির ১৭০১ সালে তারাপীঠের তান্ত্রিক ও পুরোহিতরা তারা মাকে বিরাম মন্দিরে পূর্বদিক করে বসিয়ে পুজো অর্চনা শুরু করেন।

আরও পড়ুন…ছবি রিলিজের আগেই পাল্টে গেল নাম

ঠিক সে সময় মলুটির নানকার রাজা রাখাল চন্দ্র মায়ের সামনে আরাধনায় বসে পড়েন। আর তা দেখে তারাপীঠের তান্ত্রিক এবং পুরোহিতরা রাগান্বিত হন এবং রাজাকে আসন থেকে তুলে দিয়ে পুজোপাট বন্ধ করে দেন।ঘটনার পর রাজা অসম্মানিত হয়ে মায়ের প্রতি অভিমান করে বসেন এবং চলে আসেন দ্বারকা নদের পশ্চিম পাড়ে। আর সেখানেই তিনি তারা মায়ের ঘট প্রতিষ্ঠা করে পুজো করেন এবং গ্রামে ফিরে যান। আর সেই রাতেই তারাপীঠের তান্ত্রিক তারা মা স্বপ্নাদেশ দিয়ে বলেন রাখাল চন্দ্র আমার ভক্ত, সে আমার উপর অভিমান করে চলে গেছে।এর পাশাপাশি সেই স্বপ্নাদেশেই তারা মা জানিয়ে দেন এবার থেকে এই দিনটিতে যেন আমার পুজো পশ্চিমমুখে মলুটি কালিবাড়ির দিকেই করা হয়।তারপর থেকেই বছরের পর বছর ধরে এই রীতি চলে আসছে তারপিঠে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top