নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ, ৩০ অক্টোবর, ২০২০: চা খাইয়ে পয়সা চাওয়ার অপরাধে খুন হলো এক চা বিক্রেতা।শুক্রবার রাতে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ,রঘুনাথগঞ্জের মোহাম্মদপুর এলাকায়। এরপরেই রঘুনাথগঞ্জ টু লালগোলা রাস্তা অবরোধ করে দেয় এলাকাবাসী। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সূত্রের খবর, চা বিস্কুট কেনা কে কেন্দ্র করে দোকানদারের সঙ্গে বচসা শুরু হয় খদ্দেরের পরে সেটা হাতাহাতিতে পরিণত হয় – আর তখনই গুরুতর অবস্থায় ভর্তি করানো হয় রাজীব শেখ নামে এক ব্যাক্তিকে জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর অবস্থার অবনতি হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল কলেজে রেফার করা হয়।আবার বহরমপুর
আরও পড়ুন…হাওড়ায় যুবতীকে শ্লীলতাহানি, অভিযোগের তীর তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে
মেডিকেল কলেজ থেকে রেফার করে কলকাতা পাঠানো হয় –কলকাতা যাওয়ার সময় রাস্তাতে তার মৃত্যু হয় –এই খবর ছড়িয়ে পড়তেই রঘুনাথগঞ্জ টু লালগোলা রাস্তা অবরোধ করে দেয় এলাকাবাসী— পরে রঘুনাথগঞ্জ এর বিশাল পুলিশবাহিনী এসে পথ অবরোধ তুলে দেয় ।এলাকায় শোকের ছায়া নেমে এসে।