হু হু করে বেরিয়ে যাচ্ছে হাজার হাজার  কিউসেক জল, দুর্গাপুর ব্যারেজের ৩১নং গেট ভাঙ্গায় বিপত্তি

হু হু করে বেরিয়ে যাচ্ছে হাজার হাজার  কিউসেক জল, দুর্গাপুর ব্যারেজের ৩১নং গেট ভাঙ্গায় বিপত্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ৩১ অক্টোবর ২০২০: তিনেক আগে ভেঙ্গেছিল দুর্গাপুর ব্যারেজের ১নং গেট। স্বাভাবিক ভাবেই জল শূন্য হয়ে পরেছিল ব্যারেজ আবারও একই ভাবে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারেজের ৩১নং গেটের একাংশ ভেঙ্গে যাওয়ায় বিপদ বয়ে এসেছে।

প্রাথমিক ভাবে যুদ্ধকালীন তৎপরতা থাকায় ব্যারেজের ১নং গেটটি মেরামতি করে সেখানে ২টি গেট বসানো হয়। তবে ৩১নং গেট ভেঙ্গে যাওয়ায় সেচ দফতরে খবর দিলেও এখনও মেরামতির কাজ শুরু হয়নি। তাছাড়া এখান থেকেই বাড়ি বাড়ি জল সরবরাহ করে দুর্গাপুর এবং আসানসোল পুরসভা।

আরও পড়ুন…করোনা আবহে ইন্ডাস্ট্রিকে বাঁচাতে রাজি টলিপাড়া থেকে বলিউড তারকা

ঘটনাস্থলে পৌঁছেছেন মেয়র দিলীপ অগস্থি, বিধায়ক ও তৃমমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল, বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি ও কাউন্সিলর শিপুল সাহা। দেখা নেই ।  গেট ভাঙ্গা দেখতে ভিড় আমজনতার।  ভিড় সরাতে  ব্যস্ত বড়জোড়া থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top