প্রকাশ্যে শুভেন্দু অধিকারীকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন সৌমিত্র খাঁ

প্রকাশ্যে শুভেন্দু অধিকারীকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন সৌমিত্র খাঁ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া, ১ নভেম্বর,২০২০: এবার প্রকাশ্যে তৃণমূল নেতা ও রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে তাদের দলে যোগ দেওয়ার আহ্বান জানালেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ও সাংসদ সৌমিত্র খাঁ। রবিবার সকালে দলের কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেননকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুর শহরের ছিন্নমস্তা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, ‘মানুষের জন্য কাজ করতে চান, তাহলে পিসি ভাইপোর তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিন’। একই সঙ্গে তিনি এই মন্দির থেকে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে ‘দ্রুত সিদ্ধান্ত নিয়ে’ বিজেপিতে যোগ দেওয়ার আবেদন জানান।

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে সংবাদ শিরোনামে রাজ্যের অন্যতম ‘প্রভাবশালী’ মন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রীর তরফে এখনো প্রকাশ্যে কিছু বলা হলেও সাম্প্রতিক সময়ে নিজের দলের সঙ্গে যে একটা ‘দূরত্ব’ তৈরী হয়েছে তা মোটামুটি পরিস্কার। শুধু পূর্ব মেদিনীপুর নয়,শারদোৎসবের আগে বাঁকুড়ার বিভিন্ন অংশেও শুভেন্দু অধিকারীর ছবি সহ ‘আমরা দাদার অনুগামী’ লেখা ফ্লেক্স দেখা গেছে। যদিও সংখ্যায় নিতান্তই হাতে গোনা। আর ২০২১ এর বিশানসভা নির্বাচনকে মাথায় রেখে তৃণমূল-শুভেন্দু অধিকারীর ‘দূরত্ব’কে কাজে লাগিয়ে জনপ্রিয় এই নেতাকে নিজেদের দিকে টানতে ও রাজ্য যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ এর এই তাৎপর্যপূর্ণ মন্তব্য বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top