নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,১ নভেম্বর,২০২০: দার্জিলিং জেলায় এসেই দার্জিলিং জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারকে হুঁশিয়ারি দেওয়ার বিরুদ্ধে সরব হলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। তিনি পাল্টা রাজ্যপালকে আগুন নিয়ে খেলা করতে বারণ করেন। তার মতেন এমন রাজ্যপাল আগে তিনি আগে দেখেন নি।রাজ্যপালের পদত্যাগ করা উচিত। তিনি সাংবিধানিক পদে থেকে যেভাবে একজন রাজনৈতিক নেতাদের মতো আচরণ করছেন তা অনভিপ্রেত। উত্তরবঙ্গ সফরে এসে দার্জিলিং পাহাড়ের যাবার আগে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে রাজ্যপাল জগদীপ ধনকার দার্জিলিংয়ের জেলাশাসক এবং সুপারের বিরুদ্ধে বলেন যে তাঁরা যেন আগুন নিয়ে খেলা না করে। রাজনৈতিক দলের হয়ে কাজ না করেন। তার এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়ে পর্যটন মন্ত্রী গৌতম দেব শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে এক সাংবাদিক সম্মেলন করে পাল্টা রাজ্যপালকে হুশিয়ারি দেন। তিনি হুশিয়ারি দিয়ে বলেন তিনিও যেন রাজনৈতিক নেতাদের মতো আচরন না করেন ও আগুন নিয়ে খেলা না করেন। মন্ত্রীর মতে কোনো রাজ্যপাল বাংলায় এ ধরনের ভূমিকা দেখিনি। তিনি অতি বিনয়ের সাথে বলেন রাজ্যপাল যেন সংশোধনের নির্দেশ অনুযায়ী কাজ করে। তিনি কটাক্ষ করে বলেন রাজ্যপালের সকাল-বিকেল এর কাজ হচ্ছে প্রেস মিট করা তার জন্য রাজ্যপালের গিনিস বুকে নাম ওঠা উচিৎ বলে মন্ত্রীর মন্তব্য।
