পাকার আগেই গাছ থেকে ঝরে যাচ্ছে কমলালেবু মাথায় হাত চাষীদের

পাকার আগেই গাছ থেকে ঝরে যাচ্ছে কমলালেবু মাথায় হাত চাষীদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২নভেম্বর ২০২০ জলপাইগুড়িঃ গরুবাথান ব্লকের বিভিন্ন এলাকায় এবার কমলালেবুর ভালো ফলন হলেও ঠিক ফল পাকার আগেই ঝরে পড়ে যাচ্ছে। এঘটনায় ঐ এলাকার প্রায় ২০০ কমলালেবু চাষির মাথায় হাত পড়ে গিয়েছে।

এমন পরিস্থিতি যে আগামী দিনে এই এলাকার কমলালেবুর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে চলে গিয়েছে। এক সময় দেখা যেত কমলালেবুর গাছ গুলো হলুদ রঙের হয়ে গাছ শুকিয়ে পড়ে মরে যাচ্ছে। সেই সমস্যা কাটিয়ে উঠতে না উঠতেই কমলালেবুতে অন্য রোগ দেখা দেওয়া শুরু হয়ে যেত । এখন কমলালেবু পাকার আগেই গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে।

আরও পড়ুন…স্পেশাল ট্রেনে উঠার দাবিতে এবার ট্রেন অবরোধ বৈদবাটিতে

এই সমস্যা কিভাবে কাটিয়ে উঠবে তা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। কমলালেবু চাষ করা হয়েছে গরুবাথান এলাকার মিশনহিল, গরুবাথান টার, রাইগাও,গৈরিগাও সহ অনান্য এলাকাতে।সব জায়গাতে একই সমস্যা দেখা দেওয়ার ফলে ক্ষতির মুখে কমলালেবু চাষিরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top