নিজস্ব সংবাদদাতা ৪ নভেম্বর ২০২০ উত্তর দিনাজপুর:গত কয়েকদিন আগে নদিয়ায় বছর ৩৪ এর সক্রিয় বিজেপি কর্মী বিজয় শীলের ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। এই ঘটনায় বিজেপি কর্মীর হত্যাকারীদের উপযুক্ত শাস্তির দাবিতে সারা বাংলা জুড়ে আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে থানায় বিক্ষোভ কর্মসূচি গ্রহন করা হয়।
বিজেপির রাজ্যব্যাপী থানা ঘেরাও অভিযান কর্মসূচি অনুযায়ী উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানা ঘেরাও আন্দোলন করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী, বিজেপি নেতা নিমাই কবিরাজ, প্রদীপ সরকার, বলরাম চক্রবর্তী, গোপাল মজুমদার, শিবানী মজুমদার সহ জেলা বিজেপির শীর্ষ নেতৃত্ব। জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, দক্ষিনবঙ্গ থেকে উত্তরবঙ্গজুড়ে রাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেস মাওবাদী কায়দায় বিজেপি কর্মীদের মেরে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছে। নদীয়ার গয়েশপুরের বিজেপি যুব নেতা বিজয় শীল থেকে শুরু করে হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়কে খুন করে ঝুলিয়ে দিয়েছে তৃনমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী। এরই প্রতিবাদে রাজ্যজুড়ে থানা ঘেরাও আন্দোলন কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি। এরই অঙ্গ হিসেবে আজ উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানা ঘেরাও বিক্ষোভ আন্দোলন করা হয়েছে।