নিজস্ব সংবাদদাতা ৪ নভেম্বর ২০২০ সল্টলেক : মানুষের রক্ষাকবজ মানেই এক কথায় পুলিশ। সেই পুলিশের আধিকারিকরা যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন কিভাবে হবে সমাজের কল্যান? এরকম নানা বিষয় নিয়ে আগেও প্রশ্ন উঠেছিল।
এবার দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হলো ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার ভারপ্রাপ্ত আধিকারিক বজলুর রহমান খান কে. পুলিশ সূত্রে খবর গত কাল সন্ধ্যেবেলা বিধান নগর পুলিশ কমিশনার মুকেশ কুমার তার বিরুদ্ধে সেক্টর ফাইভের একাধিক কল সেন্টার থেকে ঘুষ নেওয়ার অভিযোগের প্রমাণ পায়।
আরও পড়ুন…করোনা বিধি মেনে জগদ্ধাত্রী পুজোর আয়োজনে শিয়ালডাঙ্গার বালক সংঘ
তারপরেই বিধান নগর পুলিশ কমিশনার মুকেশ কুমার এই সিদ্ধান্ত নেন। এই ঘটনার জেরে গতকাল তাকে সাসপেন্ড করা হয়েছে। বর্তমানে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার দায়িত্বে