নিজস্ব সংবাদদাতা ৪নভেম্বর ২০২০:কিছু দিন আগেই ভেঙ্গে গেছিলো পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারেজের ১নং গেট। এর আগেও একই ভাবে যুদ্ধকালীন তৎপরতায় ভেঙ্গেছিল ব্যারেজের ১নং গেট। স্বাভাবিক ভাবেই বিপদে পরেছিল আশেপাশের এলাকাবাসীরা।
তাছাড়া এখান থেকেই বাড়ি বাড়ি জল সরবরাহ করে দুর্গাপুর এবং আসানসোল পুরসভা। সমস্যার জট কেটেছে অনেক তাই। এবার দ্রুত গতিতে এগোচ্ছে দুর্গাপুর ব্যারাজের লকগেট মেরামতের কাজ।সেচ দপ্তরের আধিকারিকরা ও ইঞ্জিনিয়াররা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন।
আরও পড়ুন…চম্পাহাটিতে বাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ
দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী জানান, “ দ্রুত গতিতে কাজ এগোচ্ছে।শহরের জল পরিষেবা শুক্রবারের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলে জানান”।